Question:কোন ক্ষেত্রে শব্দেতর তরঙ্গ ব্যবহৃত হয়?
Answer শব্দেতর কম্পনের শব্দ মানুষ শুনতে না পেলেও কোনো কোনো জীবজন্তু শুনতে পায়। হাতি এই কম্পনের শব্দ দ্বারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলে। কোনোরূপ বিকৃতি ছাড়া এই শ্বদ বহুদূর পর্যন্ত যেতে পারে। ভূমিকম্প এবং পারমাণবিক বিস্ফোরণের সময় এই শব্দেতর কম্পনের সৃষ্টি হয় এবং প্রবল ঝাকুনির মাধ্যমে ধ্বংস যজ্ঞ চালায়।
+ Report
kon kkhetre shobdetr torongo babohrit hoyo?