Question:শব্দ দূষণ বলতে কী বোঝ? 

Answer বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতিসাধন করে তখন তাকে শব্দ দূষণ বলে। পারস্পরিক যোগাযোগ ও ভাব আদান-প্রদানের জন্য শব্দের প্রয়োজন থাকলেও অপ্রয়োজনীয় শব্দ ও কোলাহল অসহ্য লাগে। মাইকের অবাধ ব্যবহার, পটকা ফোটানোর আওয়াজ, কলকারখানার শব্দ, গাড়ির হর্ণের আওয়াজ, পুরনো গাড়ির ইঞ্জিনের শব্দ প্রভৃতি শব্দ দূষণের প্রধান কারণ। 

+ Report
Total Preview: 1329
shobdh doূshn bolte ki boঝ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd