Question:অবতল দর্পণে সৃষ্ট কোন প্রতিবিম্বের বিবর্ধন 2 হলে ঐ প্রতিবিম্ব কীরূপ হবে- ব্যাখ্যা কর। 

Answer অবতল দর্পণে সৃষ্ট কোনো প্রতিবিম্বের বিবর্ধন 2 হলে ঐ প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষবস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এক্ষেত্রে প্রতিবিম্বটি বাস্তব বা অবাস্তব হতে পারে। বাস্তব হলে প্রতিবিম্বটি উল্টা হবে এবং অবাস্তব হলে প্রতিবিম্বটি সোজা হবে। প্রতিবিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসের বাইরে এমনকি বক্রতার কেন্দ্রের বাইরেও হতে পারে। 

+ Report
Total Preview: 3094
obotl doropane shisht kon protibilmber biborodhn 2 hole ঐ protibilm kirup hobe- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd