আলোর প্রতিফলন
 
  1. Question: উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?

    A
    গাড়িতে

    B
    টর্চ লাইনে

    C
    সৌরচুল্লীতে

    D
    রাডারে

    Note: - সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে- উত্তল দর্পণ। - পিছনের গাড়ি বা পথচারী দেখার জন্য গাড়ীতে ব্যবহৃত হয়- উত্তল দর্পণ। - টেলিস্কোপ, রাস্তার বাতিতে ব্যবহৃত হয়- উত্তল দর্পণ। - সৌরচুল্লী, টর্চলাইট, রাডারে ব্যবহৃত হয়- অবতল দর্পণ।
    1. Report
  2. Question: প্রতিফলন কত প্রকার?

    A

    B

    C

    D

    Note: - আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য এক মাধ্যমের কোনো তলে অপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে এ ঘটনাকে বলে- আলোর প্রতিফলন। - যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে বলে- প্রতিফলক পৃষ্ঠ। - কোনো পৃষ্ঠ হতে কীভাবে আলো প্রতিফলিত হবে তা নির্ভর করে- প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর।
    1. Report
  3. Question: উত্তল দর্পণের বিবর্ধনের মান কত?

    A
    m>1

    B
    m=1

    C
    m<1

    D
    m<-1

    Note: Not available
    1. Report
  4. Question: গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে আগত রশ্মি দর্পণে প্রতিফলনের পর কোন পথে গমন করে?

    A
    প্রধান অক্ষ বরাবর

    B
    বক্রতার কেন্দ্র দিয়ে

    C
    যে পথে আপতিত হয় সে পথেই প্রতিফলিত হয়

    D
    প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হয়

    Note: Not available
    1. Report
  5. Question: কোন দর্পণে সৃষ্ট বিম্বের বিবর্ধন 1.51 বস্তুর দৈর্ঘ্য 1.5 সে. মি. হলে বিম্বের দৈর্ঘ্য কত?

    A
    2.25 সে.মি.

    B
    2.5 সে.মি.

    C
    3.00 সে.মি.

    D
    1.5 সে.মি.

    Note: Not available
    1. Report
  6. Question: কোনটি দর্পনের ন্যায় কাজ করে?

    A
    পানি

    B
    অমসৃণ বরফ

    C
    চশমা

    D
    ইটের দেয়াল

    Note: Not available
    1. Report
  7. Question: দন্ত চিকিৎসায় কোন দর্পন ব্যবহার করা হয়?

    A
    সমতল

    B
    উত্তল

    C
    অবতল

    D
    সমত্তোল

    Note: Not available
    1. Report
  8. Question: সমতল দর্পনের বিবর্ধন এর মাত কত?

    A
    m<1

    B
    m=1

    C
    M>1

    D
    m<1

    Note: Not available
    1. Report
  9. Question: গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?

    A
    কেন্দ্র

    B
    মেরু

    C
    অক্ষ

    D
    ব্যাসার্ধ

    Note: Not available
    1. Report
  10. Question: উত্তল দর্পণের দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব হয়-

    A
    লক্ষ্যবস্তুর সমান

    B
    লক্ষ্যবস্তুর চেয়ে ক্ষুদ্র

    C
    লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত

    D
    ক্ষুদ্র ও বিবর্ধিত উভয়ই

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd