Question:সমধর্মী চার্জিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমালে বা বাড়ালে এদের বিকর্ষণ বলের পরিবর্তন হবে কি? ব্যাখ্যা কর। 

Answer সমধর্মী চার্জে চার্জিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমালে বা বাড়ালে এদের বিকর্ষণ বলের পরিবর্তন ঘটবে। `q_1` ও `q_2` চার্জে চার্জিত বস্তুদ্বয় পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করলে এবং এদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে, কুলম্বের সূত্রানুসারে, `F prop (q_1q_2)/d_2` `q_1, q_2` ধ্রুব থাকলে `F prop 1/d_2` সুতরাং দূরত্ব কমালে বিকর্ষণ বল (বর্গের ব্যাস্তানুপাতে) বাড়বে, দূরত্ব বাড়ালে বিকর্ষণ বল কমবে। 

+ Report
Total Preview: 1488
shomodhromi charogit duti boshotur modhjoboroti doূrotto kamale ba baড়ale ader bikroshn boler pariborotn hobe ki? baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd