স্থির তড়িৎ
 
  1. Question: কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-

    A
    অ্যামিটার

    B
    ভোল্টিমিটার

    C
    অণুবীক্ষণ যন্ত্র

    D
    তড়িৎবীক্ষণ যন্ত্র

    Note: - পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো- আধান। - অ্যামিটারের সাহায্যে মাপা হয়- তড়িৎ প্রবাহ। - ভোল্টমিটারের সাহায্যে মাপা হয়- বিভব পার্থক্য। - অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিবর্ধিত করে দেখা হয়- ক্ষুদ্র বস্তু।
    1. Report
  2. Question: তড়িৎ তীব্রতার একক হচ্ছে-

    A
    N

    B
    N m

    C
    N m^-1

    D
    NC^-1

    Note: -তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্বক স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলে- ঐ বিন্দুর তীব্রতা। - তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি।
    1. Report
  3. Question: ভোল্ট কিসের একক?

    A
    তড়িৎ ক্ষেত্র

    B
    তড়িৎ বিভব

    C
    তড়িৎ আধান

    D
    তড়িৎ প্রবাহ

    Note: - অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলে ঐ বিন্দুর- তড়িৎ বিভব - তড়িৎ আধানের একক- কুলম্ব - তড়িৎ প্রবাহের একক- অ্যাম্পিয়ার।
    1. Report
  4. Question: দুটি আহিত বস্তুর মধ্যকার দূরত্ব 4 গুণ করলে তাদের মধ্যকার কুলম্ব বল কতগুণ হবে?

    A
    16

    B
    4

    C
    `1/4`

    D
    `1/16`

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটির বাস্তব কোনো অস্তিত্ব নেই?

    A
    ইলেকট্রন

    B
    নিউক্লিয়াস

    C
    বলরেখা

    D
    প্রোটন

    Note: Not available
    1. Report
  6. Question: দুটি আধানের প্রত্যেকটির পরিমাণ ও দূরত্ব দ্বিগুণ করলে মধ্যবর্তী বলের কী পরিবর্তন হবে?

    A
    দ্বিগুণ হবে

    B
    অর্ধেক হবে

    C
    অপরিবর্তিত থাকে

    D
    েএক-চতুর্থাংশ হবে

    Note: Not available
    1. Report
  7. Question: দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে বল কত গুণ হবে?

    A
    `1/9`

    B
    9

    C
    `1/3`

    D
    3

    Note: Not available
    1. Report
  8. Question: কোনো দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?

    A
    দ্বিগুণ হবে

    B
    চতুর্থাংশ হবে

    C
    চারগুণ হবে

    D
    অর্ধেক হবে

    Note: Not available
    1. Report
  9. Question: পরমাণুকে চার্জগ্রস্থ বলা হবে না কখন?

    A
    ইলেক্ট্রন প্রোটনের চেয়ে বেশি

    B
    ইলেক্ট্রন প্রোটনের চেয়ে কম হলে

    C
    ইলেক্ট্রন ও প্রোটন সমান হলে

    D
    পরমাণুকে ভাঙ্গলে

    Note: Not available
    1. Report
  10. Question: বিচ্ছিন্ন আহিত পরিবাহী পৃষ্ঠে অবস্থিত আধানকে কী বলে?

    A
    বন্ধ আধান

    B
    মুক্ত আধান

    C
    স্থির তড়িৎ আধান

    D
    চল তড়িৎ আধান

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd