Question:তড়িৎধারক কীভাবে কাজ করে?
Answer েএকটি ব্যাটারিকে একটি তড়িৎধারকের দুটি আন্তরিত ধাতবপাতের সাথে সংযুক্ত করলে ব্যাটপারির ঋণাত্মক দন্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ধারকের অন্য পাত থেকে েইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দন্ডে প্রবাহিত হয়, ফলে ঐ পাত ধনাত্মকভাবে আহিত হয়। তড়িৎধারকে েএভাবে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখা হয়।
+ Report
tড়িtdharok kivabe kajo kare?