Question:দটি বল রেখা পরস্পরকে ছেদ করে না- ব্যাখ্যা কর।
Answer দুটি বলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি রেখার দুটি স্পর্শক দুটি ভিন্ন দিকে টানা যাবে, অর্থাৎ ছেদ বিন্দুতে একটি ধনাত্মক চার্জ রাখা হলে তা দুটি ভিন্ন দিকে গতিশীল হবে, কিন্তু তা অসম্ভব তাই দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না।
+ Report
doti bol rekha paroshoparoke chedkare na- baakha karo.