Question:তড়িৎবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কীভাবে আধানের প্রকৃতি নির্ণয় করা যায়?
Answer কোনো তড়িৎগ্রস্থ বস্তুতে কী ধরনের আধান আছে তা জানতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত করতে হবে। ধরা যাক, যন্ত্রটিকে ধনাত্মক আধানে আহিত করা হলো। এ অবস্থায় পাতদ্বয়ে ধনাত্মক আধান থাকায় এরা ফাঁক হয়ে যাবে। এখন পরীক্ষণীয় বস্তুটিকে তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে যদি পাত দুইটির ফাঁক কমে যায় তাহলে বুঝতে হবে ঐ বস্তুটি ঋণাত্মক আধানে আহিত। পক্ষান্তরে পরীক্ষণীয় বস্তুটিকে চাকতির সংস্পর্শে আনলে যদি ফাঁক বেড়ে যায় তাহলে বুঝতে হবে বস্তুটি ধনাত্মক আধানে আহিত।
+ Report
tড়িtbikhn jontro babohar kare kivabe adhaner prokriti nirony kara jayo?