Question:আধানযুক্ত কণিকা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন- ব্যাখ্যা কর।
Answer পরমাণুতে বিদ্যমান বিভিন্ন মেওলিক কণিকার মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অন্যতম। এর মধ্যে নিউট্রন আধান বিহীন, প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক একই সংখ্যক ইলেকট্রন থাকে, ফলে প্রোটনসমূহের মোট ধনাত্মক আধান ইলেকট্রনসমূহের মোট ঋণাত্মক আধানের সমান হয়। তাই আধানযুক্ত কণিকা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ।
+ Report
adhanjukto kanika thaka shotttoেo paromanu toড়িt niropekh ken- baakha karo.