Question:টেপ্রোলবাহী ট্রাকের সাথে ধাতব তার ঝুলানো থাকে কেন? 

Answer টেপ্রোলবাহী ট্রাক যখন রাস্তা দিয়ে চলে তখন পেট্রোল ট্যাংকের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। ট্যাংকের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে আধান সঞ্চিত হয়। যদি ট্যঅংকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দূর্গটনা ঘটতে পারে এবং পেট্রোলে আগুন ধরে যেতে পারে। কাজেই পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয়। তাই ট্যাংকের পিছনে শিকল লাগিয়ে এই তড়িৎ ভূমিতে চলে যাবার পথ তৈরি করা হয়। 

+ Report
Total Preview: 483
teprolbahi traker shathe dhatbo tar ঝুlano thake ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd