Question:পরমাণুর গঠনের ভিত্তিতে কোনো বস্তুর আহিত হওয়ার ঘটনা ব্যাখ্যা কর। 

Answer কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান থাকলে পরমাণু নিস্তড়িত অবস্থায় থাকে। কিন্তু যখন পরমাণুতে এদের সংখ্যা অসমান হয় তখন পরমাণু তড়িৎগ্রস্থ বা আহিত হয়। কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা যায়। এ অবস্থাকে বলা হয় ধনাত্মক আধানে আহিত হওয়া। আবার বহিঃস্থ ইলেকট্রন কোনো পরমাণুর সাথে যুক্ত হলে ঐ পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আকে বলে ঋণাত্মক আধানে আহিত হওয়া। 

+ Report
Total Preview: 783
paromanur gathner vettite kono boshotur ahit hooyar ghtna baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd