Answer কোনো বস্তুকে আবেশ প্রক্রিয়ায় আহিত করা যায়।
কোনো পরিবাহী AB কে ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য প্রথমে একটি ইবোনাইট দন্ডকে (R) ফ্লানেলের সাথে ঘষে একে ঋণাত্মক আধানে আহিত করতে হবে। এরপর একে পরিবাহীর A প্রান্তের নিকট ধরলে পরিবাহরেক মুক্ত ইলেকট্রনগুলো ইবোনাইট দন্ডের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়ে B প্রান্তে সরে যাবে। এখন ইবোনাইট দন্ডটিকে না সরিয়ে AB পরিবাহকটির B প্রান্ত হাত দিয়ে স্পর্শ করলে বা ভূ-সংযোজিত করলে মুক্ত ইলেকট্রনগুলো ভূ-পৃষ্ঠে চলে যায়। এখন ভূ-সংযোগ বিচ্ছিন্ন করলে ধনাত্মক আধানগুলো A প্রান্তে আবদ্ধ থাকে। এবার R দন্ডটিকে সরিয়ে নিলে ধনাত্মক আধানগুলো বস্তুটির সর্বত্র ছড়িয়ে পড়বে, ফলে বস্তুটি ধনাত্মক আধানে আহিত হবে।
AB পরিবাককে ঋণাত্মক আধানে আহিত করার জন্য একটি কাচদন্ডকে (R) রেশেমে ঘষে ধনাত্মক আধানে আহিত করে AB পরিবহাককের A প্রান্তের নিকটে ধরলে পরীক্ষণীয় দন্ডের মুক্ত ইলেকট্রনগুলো R দন্ডের ধনাত্মক আধান কর্তৃক আকৃষ্ট হয়ে A প্রান্তে সরে আসবে। ফলে B প্রান্তে ধনাত্মক আধানের সঞ্চার হবে। এখন R দন্ডটিকে না সরিয়ে AB পরিবাহকটির B প্রান্ত হাত দিয়ে স্পর্শ করলে বা ভূ-সংযোজিত করলে ভূমি থেকে ইলেকট্রন এসে B প্রান্তের ধনাত্মক আধানকে নিস্ক্রিয় করে দিবে। এরপর ভূ-সংযোগ বিচ্ছিন্ন করলেও ঋণাত্মক আধানগুলো A প্রান্তে আবদ্ধ থাকবে। এবার R দন্ডটিকে সরিয়ে নিলে ঋণাত্মক আধানগুলো পরিবহাকের সর্বত্র ছড়িয়ে পড়বে। ফলে পরিবাহকটি ঋণাত্মক আধানে আহিত হবে।