Question:একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কীভাবে কোনো আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করা যায় বর্ণনা কর। 

Answer স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয়: কোনো তড়িৎগ্রস্থ বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত করতে হবে। আহিত অবস্থায়, একই জাতীয় আধানের উপস্থিতির কারণে যন্ত্রের পাতদ্বয় ফাঁক হয়ে থাকে। যদি যন্ত্রটিকে ধনাত্মক আধানে আহিত করা হয়, তাহলে পরীক্ষণীয় বস্তুকে যন্ত্রের চাকতির সংস্পর্শে আনার পর যদি পাতদ্বয়ের ফাঁক কমে যায়, তাহলে ঐ বস্তু ঋণাত্মক আধানে আহিত। যদি পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায় তাহলে বস্তুটি ধনাত্ক আধানে আহিত। 

+ Report
Total Preview: 1087
akti shoboronpat toড়িtbikhn jontrer shahajje kivabe kono ahit boshotur adhaner prokriti nirony kara jay boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd