Question:বিভব পার্থক্যের ব্যবহারিক প্রয়োগ ব্যাখ্যা কর।
Answer দুটি বস্তু বা বিন্দুর মধ্যে বিভবপার্থক্য থাকলে এদের একটি হতে অপরটিতে আধানের স্থানান্তর ঘটে, এভাবে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। সৃষ্ট তড়িৎপ্রবাহ কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যদিয়ে অতিক্রম করলে এক পর্দায় ছবি দেখতে পাই, হিটারের মধ্যে দিয়ে অতিক্রম করলে তাপ উৎপন্ন হয়। বিদ্যুৎশক্তি হলো শক্তির সবচেয়ে সুবিধাজনক রূপ এবং এটি হতে অপরশক্তি পাওয়া যায় বিভব পার্থক্যকে ব্যবহারিকভাবে প্রয়োগ করে।
+ Report
bibhbo parothokjer baboharik proyog baakha karo.