Question:বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুটির সরাসরি সংযোগ থাকে না কেন?
Answer ধাতু তড়িতের সুপরিবাহী। ধাতব খুটির সাথে সরাসরি সংযোগ করা হলে তারের তড়িৎ খুটির মধ্য দিয়ে মাটিতে চলে যেত। কেউ এ খুটি স্পর্শ করলে সাথে সাথে তড়িৎ স্পৃষ্ট হতো এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতো। তাই বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুটির সরাসরি সংযোগ থাকে না।
+ Report
biddut lainer shathe dhatbo khutir shorashori shongjog thake na ken?