Question:মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বলের পার্থক্য লেখ। 

Answer মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বলের প্রধান পার্থক্যগুলো হলো- ১. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে ভরজনিত কারণে ক্রিয়াশীল বল হলো মহাকর্ষ বল। কিন্তু তাড়িতচৌম্বক বল হলো দুটি আহিত কণা বা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল। ২. মহাকর্ষ বল শুধু আকর্ষণধর্মী কিন্তু তাড়িতচৌম্বক বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী যেকোনো প্রকারের হতে পারে। ৩. বস্তুর ভরের কারণে মহাকর্ষ বলের উদ্ভব ঘটে কিন্তু বস্তুর আধানের কারণে তাড়িতচৌম্বক বলের উদ্ভব ঘটে। ৪. মৌলিক বলগুলোর মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বলতম বল, তাড়িত চৌম্বক বল মহাকর্ষ বলের তুলনায় বেশি শক্তিশালী। 

+ Report
Total Preview: 3149
mohakrosh bol o taড়িtchৌlmk boler parothokjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd