Question: যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলেতে পার তাদেরকে কী বলে?
Aঅপরিবাহী
Bকুপরিবাহী
Cঅর্ধপরিবাহী
Dপরিবাহী
Note: - তড়িৎ পরিবাহিতার ধর্মের ওপর ভিত্তি করে কঠিন পদার্থকে ভাগ করা যায়- তিন শ্রেণিতে।
- তড়িৎ পরিবহনের জন্য দরকার বহুসংখ্যক- মুক্ত ইলেকট্রন।
- পরিবাহী পদার্থে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকলেও অর্ধপরিবাহীতে তা অত্য ন্ত সীমিত সংখ্যক, কুপরিবাহী পদার্থে আরও কম এবং একেবারেই থাকে না- অপরিবাহী পদার্থে।
- যে পদার্থের রোধ যত বেশি, তাতে তত কম- তড়িৎ প্রবাহিত হবে।