Question:তড়িৎ ক্ষেত্রের নিরপেক্ষ বিন্দু বলতে কী বোঝায়? 

Answer সমান বা অসমান মানের দুটি ধনাত্মক বা দুটি ঋণাত্মক আধান পাশাপাশি স্থাপন করলে এদের সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, ফলে দুই আধানের মাঝখানে কোনো একটি অঞ্চলে কোনো বলরেখা থাকে না। এই স্থানে কোনো আধান স্থাপন করলে সেটি কোনো বল লাভ করবে না। এই বিন্দুকে নিরপেক্ষ বিন্দু বলা হয়। 

+ Report
Total Preview: 1602
tড়িt kkhetrer niropekh bindu bolte ki bozayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd