Answer কুলম্বের সূত্রানুসারে, নির্দিষ্ট মাধ্যমে দু’টি আহিত বস্তুর মধ্যে ক্রিযাশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সঙযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
ধরি কোনো, দুটি আধানের পরিমাণ যথাক্রমে `q_1` ও `q_2` এবং এদের মধ্যবর্তী দূরত্ব d। এদের মধ্যবর্তী ক্রিযাশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে, কুলম্বের সূত্রানুসারে,
`F prop (q_1q_2)/d^2`
বা, `F = C (q_1q_2)/d^2`
এখানে, C একটি সমানুপাতিক ধ্রুবক। S.I. এককে বলকে N, দূরত্বকে m এবং আধানকে C এককে পরিমাপ করা হলে শূন্যস্থানে এই ধ্রুবকের মান হবে `9xx10^9Nm^2C^(-2)`।