Question:পেট্রোলবাহী ট্রাকে ধাতব শিকল ঝুলানো থাকে কেন? ব্যাখ্যা কর। 

Answer পেট্রোল, ডিজেল বা অন্য তরল জ্বালানিবাহী ট্যাংকের বা ট্রাকের সাথে একটি ধাতব শিকল লাগানো থাকে, যা ট্রাক চলার সময় রাস্তা ছুঁয়ে ছুঁয়ে যায়। যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন তরং পেট্রোল ট্যাংকের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। ট্যাংকের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে আধান সঞ্চিত হয়। যদি ট্যাংকের কিনারা থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে পেট্রোলে আগুন ধরে যাবে। ট্যাংকের পেছনে শিকল লাগিয়ে এই তড়িৎ ভূমিতে চলে যাবার পথ তৈরি করা হয়। যেহেতু ধাতু খুব ভালো পরিবাহী, তাই উৎপন্ন তড়িৎ ধাতব শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়। 

+ Report
Total Preview: 2573
petrolbahi trake dhatbo shikl ঝুlano thake ken? baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd