Question:রোধ ও আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্য লিখ। 

Answer রোধ ও আপেক্ষিক রোধের মধ্যকার পার্থক্য: ১. রোধ: পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে রোধ বলে। আঃরোধ: নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহকের রোধকে ঐ পরিবাহকের আপেক্ষিক রোধ বলে। ২. রোধ: রোধের একক `Omega` (ওহম)। আঃরো: আপেক্ষিক রোধের একক `Omegam` (ওহম মিটার)। ৩. রোধ: তাপমাত্রা ও উপাদান নির্দিষ্ট থাকলে পরিবহাকের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। আঃরোধ: তাপমাত্রা ও উপাদান নির্দিষ্ট হলে দৈর্ঘ্য বাড়ালে পরিবাহকের আপেক্ষিক রোধ হ্রাস পায়। 

+ Report
Total Preview: 6978
rodh o apekhik rodher modhe parothokjlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd