Question:আপেক্ষিক রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল আলোচনা কর।
Answer নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে ঐ নির্দিষ্ট তাপমাত্রায় উক্ত পদার্থের আপেক্ষিক রোধ বলে। এথেকে দেখা যায় তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট উপাদানের আপেক্ষিক রোধ নির্দিষ্ট হয়। তাপমাত্রা বা উপাদান বা উভয়ই ভিন্ন হলে আপেক্ষিক রোধও ভিন্ন হয়। সুতরাং বলা যায় আপেক্ষিক রোধ তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভরশীল।
+ Report
apekhik rodh ki ki bishyer upar nirvroshil alochna karo.