Question:তড়িৎ ক্ষমতাকে পরিবাহিত আধানের ভিত্তিতে ব্যাখ্যা কর।
Answer কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে প্রতি এক সময়ে (1s) যে পরিমাণ তড়িৎশক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎক্ষমতা বলে। V বিভবপার্থক্যে ছ পরিমাণ আধানকে স্থানান্তর করা হলে রূপান্তরিত শক্তির পরিমাণ = VQ এবং শক্তির এ রূপান্তরেঃ পরিমাণ সময় লাগলে তড়িৎ ক্ষমতা, P = VQ/t; এটিই হলো পরিবাহিত আধানের সাথে তড়িৎ ক্ষমতার সম্পর্ক।
+ Report
tড়িt khmotake paribahit adhaner vettite baakha karo.