Question:পরিবর্তী রোধক ব্যবহারের উদ্দেশ্য উদাহরণসহ ব্যাখ্যা কর।
Answer যে রোধকের মান পরিবর্তনযোগ্য, তাকে পরিবর্তী রোধক বলা হয়। ওহমের সূত্রানুসারে (1-V/R) বিভবপার্থক্য নির্দিষ্ট মানের হলে তড়িৎপ্রবাহের মান রোধের মানের উপর নির্ভর করে। ব্যবহারিক ক্ষেত্রে প্রবাহের মানের পরিবর্তন প্রয়োজন হয়, সেক্ষেত্রে পরিবর্তী রোধক ব্যবহার করা হয়। যেমন, ফ্যানের গতি নিয়ন্ত্রণে রেগুলেটরে।
+ Report
pariboroti rodhk baboharer udodeshojudahoronshoho baakha karo.