Answer একটি তারকে সুষমভাবে টেনে লম্বা করলে রোধের দৈর্ঘ্যের সূত্রানুসারে রোধ পরিবাহকের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আবার পরিবাহকটিকে টেনে লম্বা করার ফলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে। ফলে প্রস্থচ্ছেদের সূত্রানুসারে পরিবাহকের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অতএব তারটিকে টেনে সুষমভাবে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পাবে। যেমন কোনো তারকে টেনে লম্বা করে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের তিনগুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পূর্বমানের এক-তৃতীয়াংশ হওয়ায় রোধ পূর্বের তুলনায় (3x3) বা 9 গুণ হবে।