Question:তাপমাত্রা বাড়ালে রূপার পরিবাহিতা হ্রাস না বৃদ্ধি পায় ও কেন? 

Answer রূপা একটি পরিবাহী, অর্ধপরিবাহী বা অন্তরক নয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে এর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। প্রকৃতপক্ষে বিভব প্রয়োগ করার ফলে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যখন ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন এক প্রান্ত হতে অপর প্রান্তে গমন করে, তখনই তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। উচ্চতর তাপমাত্রায় বস্তুর অণুগুলো অধিক বিস্তার সহকারে দ্রুতগতিতে কাঁপতে থাকে, তাই এই কম্পনের দরুন মুক্ত ইলেকট্রনগুলো প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রমণের সময় অধিক বাধার সম্মুখীন হয়। তাপমাত্রা যত বৃদ্ধি করা হয়, অণুগুলোর কম্পন তত বেড়ে যায় এবং তড়িৎ পরিবাহিতা তত হ্রাস পায়। 

+ Report
Total Preview: 1198
tapamatra baড়ale rupar paribahita hrasho na briddhi pay o ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd