Question:’তামার তৈরি সকল পরিবাহকের আপেক্ষিক রোধ একই কিন্তু রোধ ভিন্নমানের কথাটি ব্যাখ্যা কর।
Answer আপেক্ষিক রোধ বস্তুর ধর্ম নয়, বরং এটি বস্তুর উপাদান বা পদার্থের ধর্ম। তাই তামার তৈরি সকল পরিবাহীর আপেক্ষিক রোধ একই মানের। কিন্তু রোধ বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। যেমন, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। সুতরাং তামার তৈরি ভিন্ন ভিন্ন পরিবাহী বা বস্তুর রোধ বিভিন্ন মানের হবে।
+ Report
’tamar toiri shokl paribahoker apekhik rodh aki kintu rodh vennomaner kathati baakha karo.