Question:তড়িৎ প্রবাহের দিক নির্দেশের প্রচলিত প্রথা কী? ব্যাখ্যা কর।
Answer প্রথম যখন চল তড়িৎ আবিষ্কার করা হয় তখন ধারণা করা হতো উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। সরল তড়িৎকোষের ক্ষেত্রে তড়িৎপ্রবাহের প্রচলিত দিক ধনাত্মক তামার পাত থেকে ঋণাত্মক দস্তার পাতের দিক ধরা হয়। কিন্তু যেহেতু তড়িৎ প্রবাহিত হয় ঋণাত্মক আধান অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের জন্য কাজেই তড়িৎ প্রবাহের প্রকৃত দিক বা ইলেকট্রন প্রবাহের দিক হবে, নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে।
+ Report
tড়িt probaher dik nirodesher prochlit protha ki? baakha karo.