Question:একটি তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায় কেন?
Answer তারের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক। একটি তারকে টেনে লম্বা করলে এবং দৈর্ঘ্য বৃদিইধ পায় এবং আয়তন ধ্রুব থাকার কারণে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পায়। এ কারণে তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায়।
+ Report
akti taroke tene lmba karole ar rodh briddhi pay ken?