Question:রোধ বা আপেক্ষিক রোধ উপাদানের উপর কেন নির্ভর করে ব্যাখ্যা কর। 

Answer কোনো কোনো পদার্থের পরমাণুগুলো এমনভাবে সজ্জিত থাকে যে বিভব প্রয়োগ করায় মুক্ত ইলেকট্রনসমূহ যখন চলতে শুরু করতে তখন তাদের গতিপথে বেশি বাধার সম্মুখীন হয় না। অর্থাৎ অণু-পমাণুসমূহ অনেকটা লাইন ধরে সজ্জিত থাকে। এক্ষেত্রে দুই সারি অণুর মাঝের সরলরৈখিক রাস্তা দিয়ে ইলেকট্রনসমূহ সোজা চেলে যায় বলে রোধ এবং আপেক্ষিক রোধ কম হয়। অপরদিকে অণু-পরমাণুসমূহ যদি এমনভাবে সজ্জিত থাকে যে ইলেকট্রনসমূহ তাদের গতিপথে প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে বাধ্য হয় তবে সংশ্লিষ্ট পদার্থটি উচ্চ রোধ প্রদর্শন করে। এ কারণে রোধ ও আপেক্ষিক রোধ উপাদানের উপর নির্ভর করে। 

+ Report
Total Preview: 848
rodh ba apekhik rodh upadaner upar ken nirvr kare baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd