Question:কোনো বস্তুর রোধ এবং এর উপাদানের আপেক্ষিক রোধ ভিন্ন হয় কেন ব্যাখ্যা কর।
Answer আপেক্ষিক রোধ হলো বস্তুর উপাদানের মৌলিক ধর্ম। এটি বস্তুর আকার, আকৃতি বা আয়তনের উপর নির্ভর করে না। পক্ষান্তরে রোধ বস্তুর আকার, আকৃতি ও আয়তনের উপর নির্ভর করে। যেমন, আয়তন = মপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল x দৈর্ঘ্য বলে দুটি বস্তুর মধ্যে যেটি দৈর্ঘ্য বেশি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, সেটির রোধ বেশি হবে। কারণ, পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক। তাই কোনো বস্তুর রোধ এবং এর উপাদানের আপেক্ষিক রোধ ভিন্ন হয়।
+ Report
kono boshotur rodh abong ar upadaner apekhik rodh venno hoy ken baakha karo.