Answer আপেক্ষিক রোধ হলো বস্তুর একক দৈর্ঘ্যের এর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো অংশের রোধ। তাপমাত্রার সাথে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তিত হয় বলে আপেক্ষিক রোধ পরিবর্তিত হয়। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই বৃদ্ধি পায় বলে `R = rhoL/A` বা `rho = (RA)/L` সমীকরণ অনুসারে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়, কারণ ক্ষেত্রফল একটি দ্বিমাত্রিক রাশি এবং দৈর্ঘ্য একমাত্রিক রাশি বলে তাপমাত্রার বৃদ্ধিতে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তার চেয়ে বেশি বৃদ্ধি পায়।