Question:তড়িৎ প্রবাহের প্রচলিত দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক কোনটি? 

Answer তড়িৎপ্রবাহের প্রচলিত দিক হলো উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে অথবা তড়িৎ কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে। কিন্তু আমরা জানি যে, প্রকৃতপক্ষে তড়িৎপ্রবাহ সৃষ্টি হয় ঋণাত্মক আধান তথা ইলেকট্রন প্রবাহের জন্য। ফলে তড়িৎ প্রবাহের প্রকৃত দিক তথা ইলেকট্রন প্রবাহের দিক হলো নিম্বতর বিভব থেকে উচ্চতর বিভবের দিক অর্থাৎ তড়িৎ কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। 

+ Report
Total Preview: 3041
tড়িt probaher prochlit dik abong ilektron probaher dik konti?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd