Question:স্ক্রু ড্রাইভারের হাতল প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা মোড়ানো থাকে কেন? 

Answer স্ক্রু ড্রাইভার দ্বারা অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করা হয়। এসব যন্ত্রপাতিতে স্থির আধান বা তড়িৎ থাকতে পারে। সেক্ষেত্রে হাতল ধাতব পদার্থ দ্বারা তৈরি হলে ঐ আধান মানবদেহের মধ্য দিয়ে প্রবাহিত করে বৈদ্যুতিক শকের কারণ হতো। কিন্তু হাতল প্লাস্টিক জাতয়ি পদার্থ দ্বারা মোড়ানো থাকায় এবং প্লাস্টিক ভাল তড়িৎ অন্তরক হওয়ায় তড়িৎ মানবদেহে প্রবেশ করতে পারে না। 

+ Report
Total Preview: 1703
shokru ডraivarer hatl ploashtik jatiy padarotho dara moড়ano thake ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd