Question:বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্টের উপাদান হিসেবে তামার পরিবর্তে টাংস্টেন ব্যবহার করা হয় কেন? 

Answer বৈদ্যুতিক বাল্বে বিভবপার্থক্যের প্রয়োগে ফিলামেন্টে প্রচুর তাপ উৎপন্ন করা হয় তা পরবর্তীতে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তামা এবং টাংস্টেন উভয় উপাদান ব্যবহারে প্রয়োজনীয় তাপশক্তি উৎপন্ন করা সম্ভব। কিন্তু তামার তার ব্যবহারের সমস্যা হলো, এর গলনাঙ্ক কম হওয়ায় উক্ত প্রচন্ড তাপে সহজেই গলে যায়। তাই তামার পরিবর্তে অতি উচ্চ গলনাঙ্কের টাংস্টেনের তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয়। 

+ Report
Total Preview: 4967
boiddutik balbe felamenter upadan hishebe tamar pariborote tangshoten babohar kara hoy ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd