Question:ট্রায়োড-এর তুলনায় ট্রানজিস্টর উত্তম ব্যাখ্যা কর। 

Answer ট্রায়োড ও ট্রানজিস্টর উভয়েই অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। কিন্তু ট্রায়োড ভালভের আকার অনেক বড় হওযায় ইলেকট্রনিক ডিভাইসে স্থাপনে সমস্যা দেখা দেয়। এর জন্য বেশি শক্তির ব্যয়, নির্ভরযোগ্যতা কম ও শীতলীকরণ ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে এসব সমস্যা নেই। তাই ট্রায়োডের তুলনায় ট্রানজিস্টর উত্তম। 

+ Report
Total Preview: 1326
trayoড-ar tulnay trangishotr uttmo baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd