Question: কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে?
A
B
C
D
ঘনীভূত ও দুর্বল হবে
B
ঘনীভূত ও শক্তিশালী হবে
C
কম ঘনীভূত হবে ও দুর্বল হবে
D
কম ঘনীভূত কিন্তু শক্তিশালী হবে
Note: - পেঁচানো বা কুন্ডলী পাঁকানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে অধিকাংশ বলরেখা ঘনীভূত হবে- কয়েলের কেন্দ্রে।
- সলিনয়েডের চৌম্বকক্ষেত্র দেখতে অনেকটা- দন্ড চুম্বকের ক্ষেত্রের মতো।
- তড়িৎপ্রবাহ চলা অবস্থায় সলিনয়েডের ভিতর কোনো লোহার দন্ড বা পেরেক ঢুকালে এটি- চুম্বকে পরিণত হয়।