তড়িতের চৌম্বক ক্রিয়া
 
  1. Question: কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে?

    A
    ঘনীভূত ও দুর্বল হবে

    B
    ঘনীভূত ও শক্তিশালী হবে

    C
    কম ঘনীভূত হবে ও দুর্বল হবে

    D
    কম ঘনীভূত কিন্তু শক্তিশালী হবে

    Note: - পেঁচানো বা কুন্ডলী পাঁকানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে অধিকাংশ বলরেখা ঘনীভূত হবে- কয়েলের কেন্দ্রে। - সলিনয়েডের চৌম্বকক্ষেত্র দেখতে অনেকটা- দন্ড চুম্বকের ক্ষেত্রের মতো। - তড়িৎপ্রবাহ চলা অবস্থায় সলিনয়েডের ভিতর কোনো লোহার দন্ড বা পেরেক ঢুকালে এটি- চুম্বকে পরিণত হয়।
    1. Report
  2. Question: কোনটির কার্যপ্রণালীতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?

    A
    ট্রানজিস্টর

    B
    মোটর

    C
    অ্যামপ্লিফায়ার

    D
    ট্রান্সফর্মার

    Note: - পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি ঘটনাকে বলে- তাড়িত চৌম্বক আবেশ। - যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে বলে- ট্রান্সফর্মার। - ট্রান্সফর্মারে একটি কয়ে তড়িৎপ্রবাহ পরিবর্তন করে তথা পরিবর্তী চৌম্বকক্ষেত্রে সৃষ্টির মাধ্যমে অন্য কয়েলে তড়িচ্চালক শক্তি করা হয়- আবিষ্ট। - ট্রানজিস্টর এবং অ্যামপ্লিফায়ার হলো- ইলেকট্রনিক যন্ত্রপাতি।
    1. Report
  3. Question: কোনো চোঙের উপর অন্তরিত তার পেচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে?

    A
    ঘনীভূত ও দুর্বল হবে

    B
    ঘনীভূত ও শক্তিশালী হবে

    C
    কম ঘনীভূত ও দুর্বল হবে

    D
    কম ঘনীভূত কিন্তু শক্তিশালী হবে

    Note: Not available
    1. Report
  4. Question: ্িকেটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 18 এবং তড়িৎ প্রবাহ 7A. গৌণ কুন্ডলীর 1.4A তড়িৎ প্রবাহ পেতে হলে পাক সংখ্যা কত করতে হবে?

    A
    60

    B
    72

    C
    90

    D
    108

    Note: Not available
    1. Report
  5. Question: তড়িৎ চৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডের কয়টি পরীক্ষা রয়েছে?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  6. Question: কোনো ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলিতে পাক সংখ্যা 500 গৌণ কুন্ডলিতে পাক সংখ্যা 200। যদি মুখ্য কুন্ডলিতে বিভব 10V হয় তবে গৌণ কুন্ডলিতে বিভব কত?

    A
    2V

    B
    4V

    C
    6V

    D
    8V

    Note: Not available
    1. Report
  7. Question: মাইকেল ফ্যারাডে কত সালে তার পরীক্ষালব্দ ফলাফল প্রকাশ করেন?

    A
    ১৮৩০

    B
    ১৮৩১

    C
    ১৮৩২

    D
    ১৮৩৩

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10V এবং তড়িৎ প্রবাহ 1.5A মুখী কুন্ডলীর তড়িৎ প্রবাহ 3A হলে মুখ্যকুন্ডলীর ভোল্টেজ নির্ণয় করে?

    A
    3V

    B
    4V

    C
    5V

    D
    7V

    Note: Not available
    1. Report
  9. Question: এসি জেনারেটর কোনটি থাকে না?

    A
    ব্রাশ

    B
    স্লিপ রিং

    C
    কম্যুটেটর

    D
    আর্মেচার

    Note: Not available
    1. Report
  10. Question: ট্রান্সফর্মার ব্যবহারের ফলে ক্ষমতার কী পরিবর্তন হয়?

    A
    ধ্রুবক থাকে

    B
    বৃদ্ধি পাবে

    C
    হ্রাস পায়

    D
    অস্বাভাবিকভাবে হ্রাস পায়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd