Question:স্টে আপ ট্রান্সফর্মারের বিভব বৃৃদ্ধি পেলেও প্রবাহ হ্রাস পায় কেন? 

Answer শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি, শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না। তড়িতের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে উৎপন্ন বা বায়িত শক্তি হচ্ছে বিভব x প্রবাহ। সুতরাং মুখ্য ও গৌণ কুন্ডলীতে বিভব ও প্রবাহের গুণফল সমান হবে। তাই স্টেপ আপ ট্রান্সফর্মারের বিভব যে অনুপাতে বৃদ্ধি পায়, প্রবাহ সেই অনুপাতে হ্রাস পায়। 

+ Report
Total Preview: 687
shote ap transhphoromarer bibhbo briৃddhi peleo probaho hrasho pay ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd