Question:এসি ও ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য লিখ।
Answer একটি এ.সি. ও ডি.সি. ডায়নামোর মধ্যে নিম্নরূপ পার্থক্য পরিলক্ষিত হয়। ১. এসি ডায়নামো: যান্ত্রিক শক্তিকে পরিবর্তী বা পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহে রূপান্তর করে। ডিসি. ডায়নামো: যান্ত্রিক শক্তিকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তর করে। ২. এসি ডায়নামো: কুন্ডলীর দু প্রান্তে দুটি স্লিপ রিং থাকে। ডিসি ডায়নামো: কু্ন্ডলীর দু প্রান্তে দুটি অর্ধবৃত্তাকার তামার পাত থাকে। একে কম্যুটেটর বলে। ৩. এসি ডায়নামো: সময়ের সাথে দিক পরিবর্তন করে। ডিসি ডায়নামো: উৎপন্ন বিদ্যুৎ সময়ের সাথে দিক পরিবর্তন করে না।
+ Report
ashi o dishi jenaretrer modhe parothokjlikh.