Question:যেকোনো ট্রান্সফর্মারের ক্ষমতার পরিমাণ সর্বদা ধ্রুব থাকে কেন? 

Answer আমরা জানি, যে কোনো ট্রান্সফর্মার যে অনুপাতে ভোল্টেজ কমায় ঠিক সে অনুপাতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে। কোনো ট্রান্সফর্মারে ক্ষমতা p হলে আমরা পাই P = VI। এখানে V = ট্রান্সফর্মারের কোনো একটি কুন্ডলীর ভোল্টেজ এবং I = সংশ্লিষ্ট কুন্ডলীর তড়িৎ প্রবাহ। তাই VI গুণফলটি সর্বদা ধ্রুব থাকে বলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে ট্রান্সফর্মারের ক্ষমতার পরিমাণ সর্বদা ধ্রুব থাকে। 

+ Report
Total Preview: 763
jekono transhphoromarer khmotar pariman shoroboda dhrubo thake ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd