Question:তড়িৎবাহী তারের ওপর চুম্বকের প্রভাব বর্ণনা কর। 

Answer আমরা জানি যে, তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে। শক্তিশাল চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্ট চৌম্বকক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বকক্ষেত্রের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। ফলে তারটি উপরের দিকে লাফিয়ে ওঠে। তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে নিচের দিকে নামে। 

+ Report
Total Preview: 1010
tড়িtbahi tarer opar chulmker provabo boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd