Question:বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন? 

Answer প্রতিটি ইলেকট্রনিক যন্ত্রপাতির অল্প মানের ডিসি ভোল্টেজের দরকার হয় এবং তা প্রতিনিয়ত ব্যটারি বা তড়িৎ কোষ ব্যবহার করে সরবরাহ করা সম্ভব হয় না। তাই বাসাবাড়িতে সরবরাহকৃত 220V মানের এসি ভোল্টেজকে নিম্নধাপী ট্রান্সফর্মার দ্বারা রূপান্তরিত করে অল্পমানের এসি ভেঅল্টেজে রূপান্তর করা হয়, পরবর্তীতে একটি রেকটিফায়ার ব্যবহার করে ডিসি ভেঅল্টেজে রূপান্তর করা হয়। 

+ Report
Total Preview: 552
beshir vag ilektronik jontropatite nimondhapi transhphoromar babohar kara hoy ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd