Question:কীভাবে একটি তড়িৎ মোটরকে জেনারেটর হিসেবে ব্যবহার করা যায়? 

Answer তড়িৎ মোটর এবং জেনারেটরের মূল গঠন একই রকম। উভয়টিতে কয়েল বা তাড়িতচুম্বক, স্থায়ী চুম্বক এবং ঘূর্ণনক্ষম আর্মেচার রয়েছে। তড়িৎ মোটরের আর্মেচারকে কোনো যান্ত্রিক উপায়ে ঘুরানো সম্ভব হলে এর সাথে সংযুক্ত তড়িৎ সরবরাহ লাইনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। কম্যুটেটরের ব্যবহারের উপর ভিত্তি করে এই তড়িৎ সম প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ হতে পারে। এভঅবে তড়িৎ মোটরকে জেনারেটর হিসেবে ব্যবহার করা যায়। 

+ Report
Total Preview: 497
kivabe akti toড়িt motroke jenaretr hishebe babohar kara jayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd