Question:তাড়িত চৌম্বক আবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা ব্যাখ্যা কর।
Answer তাড়িৎচৌম্বক আবেশ সৃষ্টি করতে হলে পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে যোগান দিতে হবে। এটি বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন একটি বদ্ধ বর্তনীর সন্নিকটে দ্রুতগতিতে একটি চুম্বক নাড়াচাড় করে। অথবা, দ্বিতীয় কোনো বর্তনীর মধ্য দিয়ে পরিবর্তী মানের তড়িৎ প্রবাহ চালিয়ে। এছাড়া সমপ্রবাহের বর্তনীকে নাড়াচাড়া করিয়েও তাড়িত চৌম্বক আবেশ সৃষ্টি করা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে যতক্ষণ আপেক্ষিক গতি তথা পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে থাকবে ততক্ষণই তাড়িতচৌম্বক আবেশ ঘটতে থাকবে। তাই এটি ক্ষণস্থায়ী ঘটনা।
+ Report
taড়িt chৌlmk abesho akti khnshothayoী ghtna baakha karo.