Question:নিম্নধাপী ট্রান্সফর্মার কোথায় ব্যবহৃত হয়?
Answer নিম্নধাপী ট্রান্সফর্মারে ব্যবহার: ১. টেপরেকর্ডার, ভি.সিিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান প্রভৃতি নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতিতে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। ২. বাসাবাড়িতে 220V বিভবের তড়িৎ প্রবাহ ব্যবহার করতে হয়। কিন্তু সরবরাহকৃত তড়িৎ প্রবাহের বিভব বেশি থাকার ফলে বাসাবাড়িতে সংযোগ নেওয়ার পূর্বে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়।
+ Report
nimondhapi transhphoromar kothay babohrit hoyo?