Question:তাড়িতচুম্বক কাকে বলে? এই চুম্বক কী কী কাজে লাগে? 

Answer কোনো সোজা তার বা কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের দরুন সন্নিকটস্থ সাধারণ লোহার টুকরা ‍চুম্বক হিসেবে আচরণ করে। যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে, ততক্ষণই লোহার টুকরাটি চুম্বক হিসেবে আচরণ করে । তড়িৎপ্রবাহের মাধ্যমে এভাবে তৈরি ক্ষণস্থায়ী চুম্বককে তাড়িত চুম্বক বলে। বৈদ্যুতিক ঘন্টা তৈরি, লোহা বা ইস্পাতের ভারী জিনিস উঠানামা করা বা আবর্জনা সরানোর ক্রেন তৈরিতে তাড়িতচুম্বক ব্যবহার করা হয়। চোখের ভিতর লোহা বা ইস্পাতের গুঁড়া ঢুকলে তা বের করার কাজে এই চুম্বক ব্যবহার করা হয়। এছাড়া টেলিফোনের ইয়ারপিস ও দরজার তাড়িত চৌম্বক তালায় তাড়িত চুম্বক ব্যবহার করা হয়। 

+ Report
Total Preview: 1627
taড়িtchulmk kake bole? ai chulmk ki ki kaje lage?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd