Question:জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য কী?
Answer জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য নিম্নরূপ- ১. জেনারেটরে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় পক্ষান্তরে তড়িৎ মোটরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। ২. তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। তড়িতবাহী তারের উপর চুম্বকের প্রভাবের উপর ভিত্তি করে তড়িৎ মোটর তৈরি করা হয়। ৩. জেনারেটর প্রধানত ব্যবহার করা হয় তড়িৎ উৎপাদন কেন্দ্রে। অর্থাৎ জেনারেটরের ব্যবহার অতি সীমিত; পক্ষান্তরে তড়িৎ মোটর প্রায় সর্বত্র এবং বহুবিধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
+ Report
jenaretr o toড়িt motrer modhe parothokjki?