Question:একটি বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা কীভাবে বাড়াবে?
Answer বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নিম্নোক্ত উপায়ে বাড়াতে হবে, (১) তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, (২) কয়েলে লুপ বা পেঁচের সংখ্যা বৃদ্ধি করে, (৩) অধিকতর শক্তিশালী চুম্বক বা অধিক সংখ্যক পেঁচবিশিষ্ট তড়িৎ চুম্বক ব্যবহার করে (৪) কয়েলের দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে।
+ Report
akti boiddutik motrer druti o khmota kivabe baড়abe?