Question:ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীতে কীভাবে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়? 

Answer ট্রান্সফর্মারে মুখ্য কুন্ডলীতে পরিবাহী বিভব প্রয়োগ করার ফলে যে প্রবাহ পাওয়া যায় তা মজ্জাটিকে চুম্বকিত করে চৌম্বক বলরখা উৎপন্ন করে যা মুখ্য কুন্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িচ্চালক শক্তি উৎপন্ন করে। চৌম্বক বলরেখার যদি কোনো ক্ষরণ না হয় তাহলে গৌণ কুন্ডলীর প্রতি পাকেও একই সংখ্যক বলরেখা সংযুক্ত হবে। ফলে গৌণ কুন্ডলীতেও ভোল্টেজ বা তড়িচ্চালক শক্তি আবিষ্ট হবে। 

+ Report
Total Preview: 856
transhphoromarer gaৌn kundolite kivabe toড়িchchalk shakti abisht hoyo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd